Friday, January 1, 2010

Wanna fly......


উড়িবার সাধ জাগে....

উড়িবার সাধ জাগে....
সাধ জাগে উড়িতে দূর ...বহু....উ.....দূরে......
উড়ে উড়ে ছুঁতে চাই
নীল সীমানারে....
উড়িবার সাধ জাগে মনে....
বিশালের সৌন্দর্য ধারন করিতে .....
যাইতে চাই দূর...বহু....উ.....দূরে......
সকলের ধরা ছোঁয়ার বাহিরে......
উঁচু হইতে উঁচুতে.... অনন্ত অন্তরীক্ষে.....
সকলেরেই দেখিব... ডাকিব অচীন সূরে....


I wanna fly...wanna fly away...away from here...from here to there...to there to the Infinity...the Infinity...the Infinity...wanna touch that immortal beauty...wanna be the friend of that Infinity...wanna be the unreachable bird...Only I could see everyone downwards...But nobody can see me without looking upwards...I wanna fly....fly away from here..........

Rhythm of life........





"জীবনের ছন্দ."

জীবন চলার পথে অনেক ছন্দ বাজে....
ছন্দহীন জীবন যেনো থেমেই থাকে.....
কিছু ছন্দ নিত্য, কিছু অবকাশ
কিছু দেয় আনন্দ,কিছু বা বিষাদ..
আনন্দগাঁথা ছন্দে আছে ভালবাসা.....
এই ছন্দেই খুঁজে পাওয়া জীবনের মানে...
বোহেমিয়ান নদীর ছন্দ সূরে যেনো টানে...
ছন্দময় সূরে কিছুটা সময় বিভোর থাকা....
এই বিভোরতা নিয়েই আমার দীর্ঘ পথচলা....


Life is full of a lot of rhythm...
Without it,life just loose its freedom....
We have a rhythm of our daily life...
Some are happy tune,some are sorrow
Some comes from the rest time fellow.............
Rhythm our happy moments contains a lot of love
which carries the meaning of our life.....
That rhythmic moment take us through the tide
Sometimes being with it and lost with that rhythm
That rhythmic moment take us in the long run
with a full of freedom............

Me with the portraits............



"আমি এবং আমরা"

মাঝে মাঝে নিজেকে ভীষন অচেনা লাগে। আয়নায় দেখা প্রতিচ্ছবির সাথে হয় কথোপকথন...কে আমি? জানিনা.... চারপাশের ছুটে চলা পরিবেশের কোন একটি অচেনা প্রতিকৃতিকেই আবার বহু চেনা মনে হয়।বোধহয় নিজের মত লাগে! অথবা, খুঁজে পাই নিজেকে! এর ব্যতিক্রম কিছুতো নয়! আমাদের চারপাশের আর সব প্রকৃতি গুলোর একটু একটু অংশ নিয়েইতো আমাদের একটি প্রকৃতি তথা আমি নিজে। আমি এক অথচ অনেক....। আমি এক-তুলে ধরি আমার পরিবার,সমাজ,দেশ তথা জাতি অথবা জাতিসত্বা/মানব সত্বাকে। আসলে আমি কে? এক নাকি অনেক? আমি আসলে কে? আমি নাকি আমরা......?


sometimes.....I become unknown to me...create a conversation with the reflection on the mirror....Who am I???I don't know...Sometimes,one of the unknown portraits moves around seems very known to me...I may feel like myself....or,find myself on him or herself on him....the very little part of all every parts around make us one and only...the one portrait..portrait not only oneself....But represent a family,a society,A nation,a country,a nationality or humanity........so,who am I really???????????One???Or many?Who am I really????Me???Or we??????????????????????

Shadow...the only life partner......







"ছায়া সঙ্গী"
ছায়া ... কায়াতেই যার অস্তিত্ব...কায়া নেইতো ছায়া নেই....আর ছায়াহীন কায়া(!) ভাবার অবকাশ নেই। কায়া অবস্থান নির্ণয়ে সদা ব্যস্ত থাকে। ছায়া,সে সর্বদাই মিশে থাকে,ধরণীর সমস্ত কিছুতেই অনায়াসে বিরাজ করে তার সমস্তটা দিয়ে।ছায়া হলো কায়ার প্রচ্ছন্ন প্রতিচ্ছবি,যা অনেক অব্যক্ত ভাষা প্রকাশ করে। সব কিছুর সাথে বিলীন হবার ক্ষমতাধারী এই ছায়া দিনের বিভিন্ন সময়ে রচনা করে আমাদের নতুন গল্প....মাঝে মাঝে জীবনের চেয়েও বেশীকিছু বলে আমাদের এই ছায়ামূর্তি........। সমস্ত সম্পর্কগুলো অস্বীকার করতে পারে আমাদের,ছেড়ে চলে যেতে পারে,ভূলে যেতে পারে চিরতরে......।কিন্তু চিরসঙ্গী এই প্রচ্ছন্ন প্রতিচ্ছবিটি কখনো কায়াকে একা ফেলে যায়না। কায়াও তার ছায়ামূর্তিকে অস্বীকার করতে পারেনা। তাই নিজের ছায়ার প্রতি আমার এই আসক্তি, সবখানে তাই ছায়াকে তথা নিজেকেই খুঁজে ফিরি........


Shadow...is the only friend of life..It creates from the beginning of the life and vanished with it's end..The body always try to take a place at anywhere..But the shadow doesn't need any placement..It just mix-up with everything with its all,which is not possible for the body..Shadow is the light reflection of the body..It tells us something more than the life,which could create it's new character by the different times of the day and night..It tell us a new story of our own..Sometimes it took a part more than our life like a drama..every relation could denied,could leave,forget forever..But,the shadow,the only life partner could never leave us alone..here,there wherever you go,it will be right there waiting for you..we cannot denies it also..That's why,I'm fascinated for the shadow..I search it everywhere or I try to find the unknown part of mine..........