Friday, January 1, 2010

Shadow...the only life partner......







"ছায়া সঙ্গী"
ছায়া ... কায়াতেই যার অস্তিত্ব...কায়া নেইতো ছায়া নেই....আর ছায়াহীন কায়া(!) ভাবার অবকাশ নেই। কায়া অবস্থান নির্ণয়ে সদা ব্যস্ত থাকে। ছায়া,সে সর্বদাই মিশে থাকে,ধরণীর সমস্ত কিছুতেই অনায়াসে বিরাজ করে তার সমস্তটা দিয়ে।ছায়া হলো কায়ার প্রচ্ছন্ন প্রতিচ্ছবি,যা অনেক অব্যক্ত ভাষা প্রকাশ করে। সব কিছুর সাথে বিলীন হবার ক্ষমতাধারী এই ছায়া দিনের বিভিন্ন সময়ে রচনা করে আমাদের নতুন গল্প....মাঝে মাঝে জীবনের চেয়েও বেশীকিছু বলে আমাদের এই ছায়ামূর্তি........। সমস্ত সম্পর্কগুলো অস্বীকার করতে পারে আমাদের,ছেড়ে চলে যেতে পারে,ভূলে যেতে পারে চিরতরে......।কিন্তু চিরসঙ্গী এই প্রচ্ছন্ন প্রতিচ্ছবিটি কখনো কায়াকে একা ফেলে যায়না। কায়াও তার ছায়ামূর্তিকে অস্বীকার করতে পারেনা। তাই নিজের ছায়ার প্রতি আমার এই আসক্তি, সবখানে তাই ছায়াকে তথা নিজেকেই খুঁজে ফিরি........


Shadow...is the only friend of life..It creates from the beginning of the life and vanished with it's end..The body always try to take a place at anywhere..But the shadow doesn't need any placement..It just mix-up with everything with its all,which is not possible for the body..Shadow is the light reflection of the body..It tells us something more than the life,which could create it's new character by the different times of the day and night..It tell us a new story of our own..Sometimes it took a part more than our life like a drama..every relation could denied,could leave,forget forever..But,the shadow,the only life partner could never leave us alone..here,there wherever you go,it will be right there waiting for you..we cannot denies it also..That's why,I'm fascinated for the shadow..I search it everywhere or I try to find the unknown part of mine..........

No comments:

Post a Comment